কুমিল্লার একটি পুকুরে একটি সাকার মাছ পাওয়া গেছে। শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালখড়পাড় গ্রামের শফিকুল ইসলামের পুকুরে জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে।
আশপাশের গ্রামের উৎসুক মানুষ মাছটি দেখার জন্য ভিড় করে। প্রথমে কেউ বলেন হাঙ্গর কেউবা বলেন বাগাড় মাছ।