কুমিল্লায় নিখোঁজের একদিন পর ঝোঁপ থেকে মরদেহ উদ্ধার

0
কুমিল্লায় নিখোঁজের একদিন পর ঝোঁপ থেকে মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর জামশেদ ভুইয়া (৪৪)  নামে এক ব্যক্তির মরদেহ ঝোঁপের মধ্য থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত জামশেদ ভূইয়া কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী ভূইয়া বাড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভুইয়ার তৃতীয় ছেলে। 

রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বদরপুর মাদ্রাসার পশ্চিম পাশে রেললাইনের ঝোপের মাঝ থেকে জামশেদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি এক ছেলে এক মেয়ের জনক।
 
শনিবার জামশেদ ভুইয়া নিখোঁজ হওয়ার পর রবিবার তার বড় ভাই জিহাদুল বাশার ভুইয়া কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার সন্ধ্যার পর থেকে জামশেদের সন্ধান পাওয়া যাচ্ছিলো না। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, জামশেদ ভূইয়ার মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের তেমন কোন চিহ্ন পাওয়া যায়নি। নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি তার মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here