কুমিল্লায় নদীর চরের খাদে পড়ে ১৩ বছরের কিশোরের মৃত্যু

0

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় ফুটবল খেলতে গিয়ে গোমতী নদীর চরের মাটিকাটা খাদে পড়ে ডুবে মারা গেছে ১৩ বছর বয়সী কিশোর জিসান। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

জিসান কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মোঃ সুমন মিয়ার ছেলে। বাবার চাকরির সূত্রে পরিবারটি ঢাকায় থাকলেও আমতলীতে মামা মাসুম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ জানায়, বিকেল চারটার দিকে জিসান বন্ধুদের সঙ্গে গোমতী নদীর বেড়িবাঁধে ফুটবল খেলতে যায়। এসময় খাদে বল পড়লে সে তা তুলতে গিয়ে গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যায়। বন্ধুরা চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ হয়।

স্থানীয়রা দুই ঘণ্টা খোঁজাখুঁজে সন্ধ্যায় প্রায় ৩০ ফুট গভীর খাদ থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, জিসানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here