কুমিল্লায় দুর্ঘটনা, অনির্দিষ্ট কালের জন্য স্বল্প গতিতে ট্রেন চলাচলের নির্দেশ

0

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার ৪দিন পর গতকাল বৃহস্পতিবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনা কবলিত অংশের প্রায় দেড় কিলোমিটার এলাকায় আপলাইনে ট্রেন চলবে ঘণ্টায় ২০কিলোমিটার গতিতে। ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাবে নির্দিষ্ট সময়ের কিছু পরে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিয়ম মেনে চলতে হবে ট্রেন চালকদের।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার লাইন মেরামত কাজ সম্পূর্ণ হওয়ায় আপ এবং ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, লাইনচ্যুতির ঘটনায় ক্ষতিগ্রস্ত আপলাইনে নতুন রেললাইন বসানোর কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপলাইনের ১০৮.৯ থেকে ১০৯.০ পর্যন্ত ঘন্টায় ২০কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here