কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে সিগন্যাল ভুলের কারণে স্টেশনে দাঁড়ানো মালবাহী ট্রেনের উপর উঠে যায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ওই ট্রেনে ইসির ১২ কর্মকর্তা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের ১২ জন কর্মকর্তা ওই ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। তারা নিরাপদে রয়েছেন। তবে ইসির ১২ কর্মকর্তার মধ্যে ৫ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।