জরায়ুমুখের ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে বুধবার কুমিল্লায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইনার হুইল ক্লাব অব কুমিল্লা ও ওয়াইডব্লিউসিএ কুমিল্লার যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
এ উপলক্ষে ওয়াইডব্লিউসিএ স্কুল প্রাঙ্গণ থেকে নগরীতে র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ বাংলাদেশের সাবেক ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও ইনার হুইল ক্লাব অব কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডা. মল্লিকা বিশ্বাস, ইনার হুইল ক্লাব অব কুমিল্লার প্রেসিডেন্ট জেসমিন সুলতানা, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাসলিমা বেগম, ডা. কাজী ইসরাত জাহান ও ওয়াইডব্লিউসিএ’র সম্পাদক আইরিন মুক্তা অধিকারীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

