কুমিল্লায় কুকুরের কামড়ে আহত ৮

0

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তিন গ্রামে কুকুড়ের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছেন। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি, শুভপুর ইউনিয়নের শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে সোমবার পৃথকভাবে এসব ঘটনা ঘটে। 

আহতরা হলেন, সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে(৪০), বদরের নেছা(১১০), সামিয়া বেগম(৩৪), রাশিদা বেগম(৩৫), মীম আক্তার(৫৪), নুসরাত জাহান(১৬), শুভপুর গ্রামের উত্তর পাড়ার খাদিজা ইসলাম মীম(৬) ও চাঁনপুর গ্রামের আবদল্লাহ(৪)। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হারুনুর রশীদ ও রবিউল হাসান। 
আহত সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে জানান, সোমবার সকাল বেলায় নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় কুকুর ডান পায়ে কামড় দিয়ে চলে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করি। 
আহত বদরের নেছার আত্মীয় জয়নাল আবেদীন বলেন, গত তিন দিন তীব্র শীতের কারণে রোদের দেখা মিলেনি। সোমবার রোদ দেখা গেলে বদরের নেছাকে বাড়ির উঠানে বসতে দেখা যায়। একটি কুকুড় তার পায়ে কামড়ে চলে যায়। বদরের নেছার চিৎকার শুনে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here