কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ কাউছার হোসেন (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। সে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে অস্ত্র ভাড়া দিতো। শনিবার এই তথ্য জানান র্যাব- ১১ কুমিল্লার উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম। গ্রেফতার কাউছার হোসেন(৩৮) সদর দক্ষিণ মডেল উপজেলার সালমানপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।
র্যাব কর্মকর্তা এ কে এম মুনিরুল আলম জানান, গত শুক্রবার (৪ আগস্ট) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ কাউছার হোসেন (৩৮) নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার যুবকের প্রাইভেটকার থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।