কুমিল্লা তিতাস উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফা কামাল মুন্সিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মো. মোস্তাফা কামাল মুন্সি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
হত্যার বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জায়গাটা দুর্গম। পুলিশ ঘটনাস্থলে আছে। আমিও যাচ্ছি। কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলতে পারব।