ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটর সাইকেলের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার বিকালে কুমিল্লা মুরাদনগর উপজেলার বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তা এএসআই সাজ্জদুল মান্নান (৪১)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার বলেন, আহত অবস্থায় তাকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৮ টার দিকে তিনি মারা যান।