নানা অব্যবস্থাপনার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে ৬ ফার্মেসি মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়ে বিকেল পৌনে তিনটা পর্যন্ত চলে এ অভিযান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ অপরাধে মোল্লা ফার্মেসির মালিক নাসির উদ্দিনকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসি মালিক সেলিম রেজাকে দুই হাজার, সরকার ফার্মেসির মালিক শাহিন আলীকে চার হাজার, ইসলামিয়া ফার্মেসির মালিক হাসিবুল হাসানকে পাঁচ হাজার, শিপ্রা ফার্মেসির মালিক অসীম কুমারকে ১২ হাজার এবং চৌধুরী ফার্মেসির মালিক নির্মল কুমারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।