কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে শিলাইদহের কবির স্মৃতিবিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ী চত্বরে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত বকুল তলায় “বঙ্গবন্ধু, কবিগুরু ও বাংলাদেশের জাতীয় সংগীত” শীর্ষক প্রতিপাদ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, থানার ওসি মো. আকিবুল ইসলাম, কবি, সাহিত্যিক ও ছড়াকার সোহেল আমিন বাবু, কবি আব্দুস সাদিক, কবি ও নাট্যকার লিটন আব্বাস প্রমুখ।