গ্রাম পুলিশের দায়িত্ব, কর্তব্য, প্রশাসনের সঙ্গে সম্পর্ক ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ঢাকা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)। এতে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ, ঢাকা এনআইএলজির সহকারী পরিচালক নুরুল ইসলাম প্রমুখ।
এর আগে, দুপুর ১২টার দিকে ভার্চুয়ালি দেশের ১৬টি উপজেলায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন এনআইএলজির মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম। প্রতিটি উপজেলা থেকে ৪০ জন করে সদস্য অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, সকল দপ্তরের চোখ গ্রাম পুলিশ। প্রশাসনের চোখ, মুখ, নাক আপনার ( গ্রাম পুলিশ) মাধ্যমে আমরা দেখতে পাই। সুতরাং আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের দায়িত্ব, কর্তব্য, প্রশাসনের সঙ্গে সম্পর্ক ও দক্ষতা বৃদ্ধির জন্য মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
অপরদিকে, মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে আসতে পেরে খুশি গ্রাম পুলিশরা। তারা বলছেন, মাদক, বাল্যবিবাহ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন কাজ তারা করে আসছেন। প্রশিক্ষণ পেলে কাজের গতি বাড়বে তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, গ্রাম পুলিশ বাহিনীর দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণের জন্য তাদের পোশাকসহ যাবতীয় সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে প্রশিক্ষণের কার্যক্রম।