‘কুভেম্পু’ রাষ্ট্রীয় পুরস্কার সম্মাননা পাচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

0

ভারতের প্রয়াত কন্নড় কবি কুভেম্পু নামাঙ্কিত ‘কুভেম্পু’ রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ২০২৩ সালের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। 

পুরস্কার নির্বাচন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ‘শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার লেখায় নতুন সংবেদনশীলতা এনেছেন এবং বাংলা ভাষায় তার কাজের মাধ্যমে ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।’ গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী এবং বাচ্চাদের জন্য গল্পসহ প্রায় ৯০ টি বই লিখেছেন। 

ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত কোনও ভাষায় অবদান রাখা সাহিত্যিকদের স্বীকৃতি দিতেই রাষ্ট্রকবি কুভেম্পু ট্রাস্ট ২০১৩ সালে এই জাতীয় বার্ষিক সাহিত্য পুরষ্কার প্রবর্তন করেছিল। ‘কুভেম্পু’ রাষ্ট্রীয় পুরস্কারের অর্থ মূল্য নগদ ৫ লাখ রুপি, সেই সাথে রয়েছে একটি রৌপ্য পদক এবং একটি সম্মাননাপত্র। কুভেম্পুর ১১৯ তম জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর এই পুরস্কার প্রদান করা হবে। 

গত বছর এই সম্মাননা দেওয়া হয়েছিল বিশিষ্ঠ তামিল লেখক ইমায়ামকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here