কুতুবদিয়ার সাগর চ্যানেল জয় করলেন ১৫ সাঁতারু

0

বঙ্গোপসাগরের কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটের উত্তর পাশ থেকে কুতুবদিয়ার সাগর চ্যানেল পাড়ি দিলেন ১৫ জন সাঁতারু।

তারা হলেন- সাইফুল ইসলাম রাসেল, জাহিদুল ইসলাম জাহিদ, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান মাসুম, শওকত হোসেন সাকিব, আলী রওনক, শরীফ ফয়সাল, সোয়েব শাহনেওয়াজ, নাসির আহমেদ সৌরভ, জিহাদ হোসেন, শাহরিয়ার মাহমুদ, আব্দুল মতিন, ফয়সাল ইসলাম, শহীদুল্লাহ প্রান্তিক ও আব্দুল্লাহ আল সাবিত। এ প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিংয়ের (বোয়াস) উপদেষ্টা ও পাহাড় থেকে ডটকমের চেয়ারম্যান শিমুল চৌধুরী।

শনিবার দুপুর পৌনে ১২টায় পেকুয়ার মগনামার জেটিঘাটের উত্তর পাশ থেকে কুতুবদিয়া দ্বীপের উদ্দেশ্যে সাগর চ্যানেলে সাঁতার শুরু করেন ওই ১৫ জন সাঁতারু। এসময় তাদের নিরাপত্তার জন্য ৭টি ড্যানিশ বোট ও উদ্ধার দল ছিল।

টানা ১ ঘণ্টা ২৫ মিনিট সাঁতার কেটে দুপুর ১টা ১০ মিনিটে কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাটে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল। পরে, একে একে সবাই দ্বীপে পৌঁছেন।

প্রসঙ্গত, গত ২০২২ সালের ২৯ নভেম্বর নাসির আহমেদ সৌরভসহ তিনজনই প্রথম সাঁতারের এ নতুন চ্যানেল আবিষ্কার করেন। এর আগে এই চ্যানেলে কেউ সাঁতার কাটেনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here