কুতুবদিয়ায় ১০ বসতঘর আগুনে পুড়ে ছাই

0

কুতুবদিয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২ পরিবারের ১০টি বসতঘর। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমজাখালীর জেলে পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূূত্রপাত হয় বলে জানা গেছে।

এ সময় ১২টি পরিবারের ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন– নির্মল দাশ, নিরঞ্জন দাশ, ফাল্গুন দাশ, লালন দাশ, অগ্রসন দাশ, মহিরাম দাশ, জহিরাম দাশ, ফকির দাশ, সত্য দাশ, সমী রাম দাশ, কালু দাশ ও নিলা কান্ত দাশ।

ক্ষতিগ্রস্ত নির্মল দাশ বলেন, রাতে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন। তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া বসতঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। আগুনে ১০টি বসতঘরের সবকিছুই পুড়ে গেছে। তবে, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পার্শ্ববর্তী নিলা কান্ত দাশের ঘরটি রক্ষা পায়।

বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসন থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে। 

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, সত্য দাশের বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূূত্রপাত হয়। 

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here