কুতুবদিয়ায় তিনটি ফার্মেসি ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি বিভিন্ন অনিয়মে ৪টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় দ্বীপের বড়ঘোপ ও ধূরুং বাজার সংলগ্ন তিনটি ফার্মেসি ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে নেছার উদ্দিনের মালিকানাধীন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও জিয়াবুল হকের মালিকানাধীন আশ-সেফা ফার্মেসিকে ৫ হাজার টাকা, ধূরুং বাজারে আব্দুর রহমানের মালিকানাধীন মেসার্স নকিব মেডিকেল হলকে ২০ হাজার টাকা ও হামিদ হোছাইনের মালিকানাধীন হোছাইন মেডিকেল স্টোরকে ২০ হাজার টাকাসহ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়। এসব প্রতিষ্ঠানে নামে-বেনামে এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে এবং সেগুলো ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।