কুতুবদিয়ায় চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান

0
কুতুবদিয়ায় চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান

কুতুবদিয়ার চৌমুহনী বাজারের সড়কে অবৈধ স্থাপনাসহ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সারাদিন এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে সার্বিক সহায়তা করেন চকরিয়া সড়ক ও জনপদ দপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাহাত আলম।

এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া নৌ-কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ সা-আদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  আরমান হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সোহেল রানা এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোছাইনসহ যৌথবাহিনীর একটি দল।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন বলেন, কুতুবদিয়ার দরবার জেটিঘাট থেকে আজম সড়ক পর্যন্ত উভয় পাশে সড়ক ও জনপদ দপ্তরের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

সরেজমিন দেখা গেছে, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে ৩টি উচ্ছেদকারী গাড়ি চৌমুহনী বাজার ও আশপাশের সড়কে অবৈধ দোকান ও কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here