কুতুবদিয়ায় গলায় বেলুন আটকে শারমিন জন্নাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ফয়জানি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শারমিন জন্নাত ওই এলাকার নেজাম উদ্দীনের কন্যা। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু শারমিন জন্নাত বেলুন নিয়ে খেলা করছিল। এ সময় বেলুনটি মুখে নিয়ে ফুলাতে গিয়ে সেটি তার গলায় আটকে যায়। পরে, অনেক চেষ্টা করেও বের করতে না পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।