কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের জেনারেল হাসপাতালের ডক্টরস ক্লাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক।
কনফারেন্স শেষে হাসপাতালের চেম্বারে অনুষ্ঠানিকভাবে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু ও রোগী দেখেন চিকিৎসকরা। স্বল্প খরচে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পেরে খুশি রোগী ও তাদের স্বজনরা। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চালু থাকবে।