কুড়িগ্রামে ৪ উপজেলায় ঈদ উদযাপন

0

সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের ৪ উপজেলায় পাঁচটি ঈদ জামাত ও কোরবানি অনুষ্ঠিত হয়েছে। জেলার ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

উপজেলা সূত্রে জানা যায়, সৌদি আরবের সাথে মিল রেখে জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গয়াটাপাড়া গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। 

এদিকে, একইভাবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাইকডাঙা মধ্যপাড়া গ্রাম এবং ৩ নং ওয়ার্ডের ছিটপাইকেরছড়া গ্রামে দুটি পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ দুই গ্রামের ৩০-৩৫টি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে। একইসাথে নামাজান্তে এসব পরিবারের অনেকেই বিভিন্ন রকমের পশু কোরবানি করে। এই ইউনিয়নের বাসিন্দা রুবেল মিয়া বলেন, পাইকডাঙা মধ্যপাড়া গ্রামের ১৫ থেকে ২০টি পরিবারের প্রায় ৫০ জনের মতো মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর ঈদ উদযাপন ও নামাজ আদায় করে আসছি।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বুধবার সকালে সৌদি আরবের সাথে মিল রেখে জেলায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব ঈদ জামাতে নিয়মিত ঈদ জামাতের মতই তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here