কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৬

0

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানা অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি। 

শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

এছাড়াও সিআর ওয়ারেন্টমূলে সদর থানায় একজন, উলিপুর থানায় পাঁচজন, ফুলবাড়ী থানায় চারজন, চিলমারী থানায় একজন, রৌমারী থানায় একজন, সাজা জিআর ওয়ারেন্ট মূলে দুইজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে একজন, নিয়মিত মামলায় দুইজন, পূর্বের মামলায় পাঁচজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বি​ডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here