কুড়িগ্রামে কনকনে শীতের ঠাণ্ঠায় জনজীবন জুবুথুবু অবস্থা বিরাজ করছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা কমে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শুক্রবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা বৃহস্পতিবার ছিল ১০ দশমিক ৮ডিগ্রি।
রাজারহাট আবহাওয়া কৃষি পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, একটি শৈত্য প্রবাহের সম্ভাবনাও রয়েছে এ মাসের শেষের দিকে। বর্তমানে তাপমাত্রা ১০ থেকে ১২ডিগ্রিতে ওঠানামা করছে।
এদিকে, প্রচন্ড শীতে কুড়িগ্রামের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনে ও রাতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে গোটা জেলা। ভোর থেকে সুর্য ওঠা পর্যন্ত সকালে কুয়াশায় ঢেকে থাকায় অনেক যানবাহন এসময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে। দিনের বেলাও কনকনে ঠান্ডায় অস্বস্তিতে পড়েছে মানুষজন। বিশেষ করে শ্রমজীবি খেটে খাওয়া মানুষজন।
এছাড়াও ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমর নদের চর ও দ্বীপরের বাসিন্দারা হিম বাতাস ও কুয়াশায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

