কুড়িগ্রামে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালিত

0

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের বটতলায় জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পী সমিতি আয়োজন করে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এতে অংশ নেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ। 
পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।শেষে বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আরো এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ। এছাড়া রাজারহাট উপজেলায়ও শিল্পকলা একাডেমির আয়োজনে কবিগুরুর জন্মদিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here