কুড়িগ্রামের রৌমারীতে দিনমজুর সেজে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. শাহিন (২৩)। এসময় তার কাছ থেকে ২৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শনিবার দুপুরে উপজেলার খাদ্য গুদামের সামনে থেকে ওই মাদক কারবারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শাহিন রৌমারীর পার্শ্ববর্তী শেরপুর জেলার বাসিন্দা বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী শাহিন স্কুল ব্যাগে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে শেরপুর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলার খাদ্য গুদামের কাছ থেকে কৌশলে ২৬২ বোতল ফেনসিডিলসহ শাহিনকে গ্রেফতার করে।পরে তার নামে থানায় মামলা দিয়ে বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।