কুড়িগ্রামের রাজিবপুরে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রায় ৮ কেজি গাঁজা ও মাদক পরিবহণে একটি অটোরিক্সা জব্দ করা হয়। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে জেলার রাজিবপুর থানা পুলিশের একটি দল রাজিবপুর উপজেলার রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেইন গেইট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চর লাঠিয়ালডাঙ্গা এলাকার কুখ্যাত মাদক কারবারি আকুল মিয়াকে মাদকসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত অটো রিকশা জব্দ করে থানা পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।