কুড়িগ্রামে গত তিনদিন ধরে তিস্তা নদীর পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। নদনদী তীরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের বাড়ি থেকে পানি সরে যাওয়ায় তারা স্বস্তিতে থাকলেও নদী ভাঙন শুরু হওয়ায় পড়েছে দুশ্চিন্তায়।
জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিঁতাব খাঁ, তৈয়ব খাঁ, ডাঙরা এলাকাসহ উলিপুরের হাতিয়া,অনন্তপুর,চর এলাকাসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। গত দুই সপ্তাহের ব্যবধানে বেশ কিছু ঘরবাড়ি,কৃষিজমি ও স্থাপনা নদীগর্ভে বিলিন হয়ে গেছে।এতে অনেকের মধ্যে ভাঙন আতংক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, পানি দ্রুত কমে পরিস্থিতির উন্নতি হলেও এখন নদী ভাঙন দেখা দিয়েছে। তবে এ মুহুর্তে বড় ধরনের ক্ষতির আশংকা নেই।