কুড়িগ্রামে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ পূর্তিতে নানা আয়োজন

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে ‘স্বপ্নকুড়ি’ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ।

অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে জেলা সদরের ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে ৪০ শিক্ষার্থীকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেদুল হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ হাসান লোবান, প্রধান শিক্ষক আবু হোসেন সরকার, অভিভাবক সদস্য রুখসাত আল মোর্শেদ লায়নসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়া দিবসটি উপলক্ষ্যে জেলার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে রক্তদান কর্মসূচি পালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here