কুড়িগ্রামে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

0

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজের পূর্ব পাড়ে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির নিচে চাপা পড়ে আবুল হোসেন নামে এক চালকের মৃত্যু ঘটেছে। অপরদিকে, উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে নিজ ট্রাক্টরের নিচে কাটা পড়ে প্রকাশ চন্দ্র নামে আর একজনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুটি পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, নিহত চালক আবুল হোসেন ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা। ট্রলিতে করে আলু নিয়ে যাত্রাপুরের দিকে যাচ্ছিলেন। এ অবস্থায় ব্রিজের পূর্ব পাড়ে মোড় নিয়ে ঘুরতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তার গায়ে পড়লে তিনি গুরুতর অসুস্থ হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশের ওসি হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে, জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকায় ট্রাক্টরের লাঙলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম প্রকাশ চন্দ্র। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত তারপদ চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, একই এলাকার মোজা মিয়া ট্রাক্টর দিয়ে নন্দুনেফরা গ্রামের তিস্তা নদীর চরের জমি চাষ করছিলেন। এ সময় প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে বসে ছিলেন। হঠাৎ ট্রাক্টর থেকে পড়ে গিয়ে ট্রাক্টরের লাঙলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here