কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের নির্বাচনি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর একটায় সদর উপজেলা পরিষদের সামনের মাঠ থেকে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসফিকুল আলম হালিম ও জেলা নির্বাচন কমিশনার জিলহাস উদ্দিনের উপস্থিতিতে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উদ্দিনসহ পুলিশ ও আনছার বাহিনীর সদস্য এবং আইনশৃঙখলা বাহিনীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সদরের কয়েকটি বুথে এসব সরঞ্জাম রেখে স্ব স্ব প্রিসাইডিং অফিসারদেরকে বুঝিয়ে দিয়ে তাদের স্বস্ব কেন্দ্রের জন্য নির্বাচন সামগ্রী বিতরণ করলে তা প্রিসাইডিং অফিসারগণ তাদের দায়িত্বপ্রাপ্ত স্ব স্ব কেন্দ্রে নিয়ে যান।
এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসফিকুল আলম হালিম জানান, সারাদেশের ন্যায় কুড়িগ্রাম-২ আসনসহ জেলার প্রত্যেকটি কেন্দ্রে আইনশৃঙখলা বাহিনীর সদস্যদের সামনে নির্বাচনি সামগ্রী প্রেরণ করতে স্ব স্ব প্রিসাইডিং অফিসারগণকে প্রদান করা হয়েছে। কোন রকম সমস্যা ছাড়াই প্রত্যেককেই পরিবহণে করে সেগুলো কেন্দ্রে নিয়ে যান।