দেশকুড়িগ্রামে দুর্গম চর থেকে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতারBy AmarNews.com.bd - May 19, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের দুর্গম চর থেকে এক হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। নামাজের চর নামক এলাকার বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।