কুড়িগ্রামের তিন দিনব্যাপী বিজয় ও হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভের সামনে প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এসময় তিনি উদ্বোধনী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং মেলায় অবস্থান নেয়া অর্ধশতাধিক বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত ই খুদা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান,জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম, জেলা জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা ফোরামের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, বীর মুক্তিয়োদ্ধা আব্দুল হাইসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ বিজয় মেলা ১৫ ডিসেম্বর শুরু হয়ে আগামী ১৭ ডিসেম্বর বুধবার পর্যন্ত চলবে বলে। বিজয় দিবসের এ মেলায় ৫০টিরও বেশি হস্ত শিল্পের স্টলে বিভিন্ন ধরণের পণ্যের পাশাপাশি খাবারের স্টল থাকবে বলে জানানো হয়। এ মেলাগুলো থেকে উদ্যোক্তারা উৎসাহিত হবেন বলে অতিথিগণ আশা ব্যক্ত করেন।

