কুড়িগ্রামে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

0

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ঢাকা ও চট্টগ্রামে গিয়ে প্রতারণা করা এবং নিজ এলাকায় ৪টি মামলায় ওয়ারেন্টমূলে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতের নাম রফিকুল ইসলাম। 

পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রামে ন্যাশনাল আইডি এ্যাক্ট ও পেনাল কোড ৪২০ ধারার ৪টি মামলা রফিকুলের নামে রয়েছে। বিভিন্ন মানুষের কাছে চাকরিসহ নানাবিধ প্রলোভনে জেলার ফুলবাড়িতে সে বিশ্বচিটার হিসাবে পরিচিত। পরিচয় গোপন করে ও ছদ্মবেশ ধারণ করে সে থাকত নারায়নগঞ্জের কাঁচপুরে। আসামি রফিকুলকে নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা হতে ছদ্মবেশ ধারণ করে পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করে। 
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here