কুড়িগ্রামে গত দুদিন ধরে সবকটি নদ-নদীর পানি বেড়ে চলেছে। সোমবার বিকেল ৩টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র নদের দুটি পয়েন্টে ও ধরলা নদীর একটি পয়েন্টে পানি বাড়ছে এবং তিস্তা ও দুধকুমার নদে পানি কমতে শুরু করেছে।
পানি ক্রমশই বাড়া এবং কমার মধ্যেই রয়েছে। তবে এখনও সকল নদনদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদনদীর অববাহিকার নিম্নাঞ্চলসমূহ নিমজ্জিত হয়েছে। একারনে নদনদীর তীরবর্তী ও চরের বাসিন্দারা ২য় দফা বন্যার আশংকা করছেন। গত এক সপ্তাহ আগে নদনদীর পানি বেড়ে রাস্তাঘাট ও সবজি খেতে পানি উঠায় তাদের যে ক্ষতি হয় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে দুর্ভোগ আরো বাড়বে বলে জানান এসব মানুষ।