কুড়িগ্রামে কেদার মহিলা মহাবিদ্যালয়ে নিয়োগকৃত ১১ শিক্ষক-কর্মচারীকে বাদ দিয়ে কলেজের অধ্যক্ষ ও সভাপতির যোগসাজশে অবৈধভাবে নতুন লোক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষকরা।
এতে লিখিত বক্তব্যে ভূগোল বিষয়ের প্রভাষক মোহাম্মদ আলী জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন কেদার মহিলা মহাবিদ্যালয়টি ২০১২ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই রক্ত-ঘামের বিনিময়ে কাজ করে বিগত ২০১৫ সালে তারা নিয়োগপ্রাপ্ত হন। কলেজের বিভিন্ন কাজের জন্য জনপ্রতি তারা ১৭ লাখ করে টাকা অধ্যক্ষকে দেন। সে অনুযায়ী কলেজের বিভিন্ন পরীক্ষা, প্রশিক্ষণসহ সাবির্ক কর্মকাণ্ডে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।