উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সমালোচনা করে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ভণ্ডামির জন্য দায়ী।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ এক বিবৃতিতে বলেন, ‘কীভাবে বাঁচতে হবে সে বিষয়ে বক্তৃতা দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।
তিনি বলেন, ওয়াশিংটনের জন্য এখন সময় এসেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো আবর্জনার মধ্যে ফেলে দেওয়ার। আমেরিকান কর্মকর্তাদের এককেন্দ্রিক আধিপত্য বজায় রাখা আর সম্ভব নয়।