কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থী নিহত

0

তুচ্ছ ঘটনায় দ্বন্দ্বে জড়িয়ে পাবনার মধ্য শহরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় শহিদ আমিন উদ্দিন আইন কলেজের পাশের গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহত কিশোর মোস্তাফিজুর রহমান সিয়ামকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়।
সিয়াম পাবনা পৌর এলাকার পাওয়ার হাউজ পাড়ার মো. ইবরাহীম এর ছেলে। সে পাবনা রাধানগর মজুমদার একাডেমির (আরএম একাডেমি) ১০ম শ্রেণির শিক্ষার্থী বলে পরিবার দাবি করেছে।

তবে, সিয়াম লেখাপড়ায় অনিয়মিত ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। সিয়াম, সৈকত, আরিফসহ বেশ কয়েকজন মিলে দলবল নিয়ে আড্ডা দিতো। নিজেদের মধ্যে ঝামেলায় এ হত্যা হতে পারে বলেও জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় একা পেয়ে সিয়ামকে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here