কম্যুনিটি এবং এলাকার মানুষের সামগ্রিক কল্যাণে আত্মনিয়োগে ঐক্যবদ্ধ থাকার সংকল্পে অভিষিক্ত হলেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের কর্মকর্তারা। এসময় সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে সামনের বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের অঙ্গিকারও করা হয় যেখানে কিশোরগঞ্জের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হবে।
এছাড়া করোনাকালে সাহসী ভূমিকার জন্যে বিদায়ী কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। গত ৯ জুলাই সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় তাজমহল পার্টি হলে বিপুল উৎসাহ-উদ্দিপনায় ২০২৩-২০২৪ সালের নয়া কমিটির শপথ গ্রহণ উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন হয়।
সকলেই নতুন কমিটিকে আগাম শুভেচ্ছা দিয়ে অতীতের মত সবধরনের ভাল কাজে সহযোগিতার অঙ্গিকার করেন। বিশেষ করে কিশোরগঞ্জের ইতিহাস-ঐতিহ্য তথা বাঙালির বিজয়ের ইতিহাসের সাথে প্রবাস প্রজন্মকে পরিচিত রাখার লক্ষ্যে সকল অনুষ্ঠানে তাদেরকে সম্পৃক্ত করার ওপর জোর দেয়া হয়।
বিদায়ী সভাপতি শহিদুল হাসানের সভাপতিত্বে এবং গোলাম হায়দার শামীমের সঞ্চালনায় প্রথম পর্বের চমৎকার আলোচনার পর বোর্ড অব ট্রাস্টির মেম্বার হাবিব রহমান হারুনের নেতৃত্বে নয়া কমিটির সদস্য-কর্মকর্তা, উপদেষ্টা এবং বোর্ড অব ট্রাস্টির সদস্যগণ শপথ গ্রহণ করেন।
৩৫সদস্য বিশিষ্ট নয়া কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর, সহ-সভাপতি-জয়ন্তি শর্মা, ইমরুল হাসান, তপন বিশ্বাস, হাবিবুর রহমান কামাল, মহিবুর রশীদ সুজন এবং আলী আহসান আকন্দ, সাধারণ সম্পাদক তানভীর হায়দার মিঠু, সহ সাধারণ সম্পাদক গোলাম হায়দার শামীম, সহ সাধারণ সম্পাদক: ফয়সাল খান, সহ সাধারণ সম্পাদক: হাবিবুর রহমান (জুয়েল), সাংগঠনিক সম্পাদক: ফয়সাল কবির, সহ সাংগঠনিক সম্পাদক: সায়েদুল হক, কোষাধ্যক্ষ: মো: আব্দুল আলীম, সমাজকল্যাণ সম্পাদক: জাহাঙ্গীর জামিল (দীপু), প্রচার সম্পাদক: আজহারুল ইসলাম রায়হান, ক্রীড়া সম্পাদক: শামীম হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক: রাফায়াত বিন মোক্তার রিমিক, শিক্ষা বিষয়ক সম্পাদক: মো: রওশন আলম, মহিলা বিষয়ক সম্পাদক: খালেদা আক্তার (কিরণ), ধর্ম বিষয়ক সম্পাদক: মো: আলা উদ্দীন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক: দীপঙ্কর সাহা (দুর্জয়), দপ্তর সম্পাদক: আ: করিম (জুয়েল), আইন বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম হারুন এবংনির্বাহী সদস্যরা হলেন : সাইফুল ইসলাম, মনিরুজ্জামান মনির, রাফিউল করিম খান (সাজ্জাদ), আছির উদ্দিন, বদরুল ইসলাম, জাবির হোসেন (তাকবীর), আশরাফুল আলম (হিমেল), মো: এমদাদুল হক এবং রাজন দাস।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান নবনির্বাচিত সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানভীর রায়হান মিঠু। পুরো অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী ছিলেন। এসময় নতুন সভাপতি আব্দুর রাজ্জাক এবং সেক্রেটারি তানভীর হায়দার মিঠু সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সামনের দিনগুলোতে একই চেতনায় সহযোগিতার দিগন্ত প্রসারিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।