কিশোরগঞ্জে ‌‘হাওরের ইতিহাস ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

0

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ওয়ালীনেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান বশির আহমেদ রচিত ‘হাওরের ইতিহাস ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওয়ালীনেওয়াজ খান কলেজ অডিটরিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক সাদীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বুদ্ধিজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক  মু. আ. লতিফ, বীর মুক্তিযোদ্ধা কবি আইয়ুব বিন হায়দার, গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. সিদ্দিক উল্লাহ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান খায়রুল ইসলাম, প্রকাশনা উৎসব কমিটির আহ্বায়ক প্রভাষক ফকির জান্নাতুল রোমান পপি, ওয়ালীনেওয়াজ খান কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আনওয়ারুল হক, দর্শন বিভাগের প্রধান ইকবাল ভূইয়া, শিক্ষক মাহবুবুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আজিজুর রহমান নয়ন প্রমুখ।

এর আগে লেখককে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here