বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের কঠোর শাস্তি, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সর্বস্তরে দুর্নীতি বন্ধ ও দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনাসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, অ্যাডভোকেট শামসুন্নাহার কাজল, অ্যাডভোকেট শেখ এ. কে. এম নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ. এস. এম ফেরদৌস, এনামুল হক চৌধুরী আলমাস, শেখ সেলিম কবির, প্রকৌশলী আনিসুর রহমান, অধ্যাপক বদরুল হুদা সোহেল, রতন বর্মণ, মহিতোষ দাস, খায়রুজ্জামান রবিন, অধ্যাপক আবুল কাশেম অনু, অ্যাডভোকেট আবু তালেব আমান, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট শাহ আরাফাত আয়াতুল্লাহ আপেল, ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট মোশারফ প্রমুখ।