কিশোরগঞ্জে শিক্ষকের গলা কাটা লাশ উদ্ধার

0

ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন মাওলানা লুৎফর রহমান (৭৫) নামে এক মাদ্রাসা শিক্ষক। তিনি কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের কাচারি বাজার জামে মসজিদের সাবেক খতিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকার ভাড়া বাসার বাথরুমে নিজের গলায় ছুরি চালান তিনি। পরে স্বজনরা তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমাদ রশিদ জানান, তিনি বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ভাড়া বাসার বাথরুমে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছেন তিনি। ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here