কিশোরগঞ্জে পাঁচ মামলার সাজাপ্রাপ্তসহ ১৩ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ আলী আনসারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গ্রেফতার সৈয়দ আলী আনসার পাঁচ মামলার সাজাপ্রাপ্তসহ ১৩টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই (নিরস্ত্র) মো. হাসমত আলীর নেতেৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।