কিশোরগঞ্জে দ্বিতীয় দিনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। 

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে সুব্রত পাল (স্বতন্ত্র), মো. সাজ্জাত হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ) ও মো. রবিন মিয়া (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) তিনজনই হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাতিল।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে শাহাব উদ্দিন (স্বতন্ত্র) দাখিলকৃত একশতাংশ ভোটার তালিকায় গড়মিল হওয়ায় বাতিল ও আইয়ুব হোসেন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাতিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here