কিশোরগঞ্জে দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ কর্মচারী

0
কিশোরগঞ্জে দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ কর্মচারী

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় দোকানে কর্মরত এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। পাশের আরও দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়সিদ্ধি বাজারে হাসান আলীর মালিকানাধীন একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দোকানজুড়ে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় দোকানে কর্মরত মুহাম্মদ অয়ন (১২) নামে এক শিশু গুরুতর দগ্ধ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আগুনে পাশের তাপস সিদ্দিকীর মালিকানাধীন একটি মোবাইল সার্ভিসিং দোকান এবং আল আমিনের মালিকানাধীন একটি কম্পিউটার দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here