কিশোরগঞ্জে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, রেল চলাচল স্বাভাবিক

0

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করা হয়েছে।  এরফলে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, রবিবার রাত সোয়া ৭ টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন সরারচরে পৌঁছায়। যন্ত্রপাতি নামিয়ে কাজ শুরু করে রাত ৮ টার দিকে। প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১ টার দিকে বগি দুটি উদ্ধার করে। এরফলে প্রায় সাড়ে ৯ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব ও কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বেলা দুইটার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন সন্ধ্যা সোয়া সাতটার দিকে সরারচর রেলওয়ে স্টেশনে পৌঁছে। রাত সাড়ে ১১টার দিকে ট্রেনের বগি দুটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে আটকে থাকা এগারসিন্দুর গোধুলী ট্রেনটি ঢাকায় না গিয়ে কিশোরগঞ্জে ফিরে আসছে। আর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে চট্টগ্রাম ফিরে যাচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here