কিশোরগঞ্জে ছেলেকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কোর্ট শোলাকিয়া (হাজারাদি) গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোর্ট শোলাকিয়া গ্রামের দানিছ মিয়ার (৪৫) সঙ্গে তার ছেলে রাব্বির (২১) মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে রবিবার সকালে দানিছ মিয়া তার ছেলে রাব্বিকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহে রেফার করা হয়। এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন দানিছ মিয়াকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।