কিশোরগঞ্জে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিধলা এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২৮), একই উপজেলার হাসানপুর এলাকার মো. কুছুম উদ্দিনের ছেলে মো. আইনুল হক (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি (বৌবাজার) এলাকার মো. শিপন মিয়ার ছেলে মো. পায়েল মিয়া (২২)।
অভিযানে মাদক কারবারি স্বপন, আইনুল ও পায়েলকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।