কিশোরগঞ্জে ছড়া উৎসব

0

“আমরা বাঙ্গালি আমরা মুক্ত, সীমানা ছাড়িয়ে অন্তরে যুক্ত” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ২০তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা। বৃহস্পতিবার সকালে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিশু সাহিত্যিক আখতার হুসেন। এর আগে একটি শোভাযাত্রা  বের করা হয়।
 
পরে আহমেদ উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কবি ডা. সুলতানা রাজিয়া, কবি ফাতেমা হক, ভারতের শিশু সাহিত্যিক স্বপন কুমার রায়, ভুটানের কবি ছত্রাপতি ফুয়েল ও নেপালের কবি রাজেদ্র গোরাগাই। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবুল কাশেম।
 
তিন দিনব্যাপী উৎসবে স্বরচিত ছড়া ও কবিতা আবৃতি, আলোচনা, শিশু কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক বাউল গানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

কিশোরগঞ্জ ছাড়া উৎসব পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটানের কবি, ছড়াকার, লেখক ও সাহিত্যিকরা অংশ নিচ্ছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here