কিশোরগঞ্জে একজনকে খুনের অভিযোগ

0

কিশোরগঞ্জের তাড়াইলে গোরস্তানের মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে উজ্জ্বল মিয়া (৩২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত উজ্জ্বল তাড়াইলের দিগদাইড় মুন্নাপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উজ্জ্বল মিয়া স্থানীয় গোরস্তানে ভেকু দিয়ে মাটি কাটছিলেন। এ সময় প্রতিবেশি আকরাম বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে আকরাম লাঠি দিয়ে উজ্জ্বলকে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদনান জানান, হাসপাতালে আনার আগেই উজ্জ্বলের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here