প্রায় ছয় মাস পর কিশোরগঞ্জের হাওরের দুটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে চালূ করা হয় এ দুটি ফেরিসার্ভিস। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নিয়ন্ত্রণাধীন ফেরিগুলো হলো করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরি এবং অন্যটি মিঠামইন উপজেলার শান্তিপুর ফেরি।
এ সময় জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও ফেরির ইজারাদার উপস্থিত ছিলেন।
শুকনো মৌসুমের প্রায় ছয় মাস হাওরের সাবমার্জিবল সড়কসহ বিভিন্ন অংশ পানির নিচে চলে যায়। তখন বন্ধ থাকে ফেরির কার্যক্রম। আর পানি নেমে যাওয়ার পর সড়কগুলো ভেসে উঠলে চালু করা হয় ফেরি। ফেরি চালু হওয়ায় শুকনো মৌসুমে হাওরের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সঙ্গে সহজে যাতায়াত করা যাবে।

